ঢাকাশুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

ভাগ্যবতী বুবলী

শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১৬ , ১১:৪৭ এএম


loading/img

বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা হলেন বুবলী। যদিও নায়িকা হবার কোন ইচ্ছেই ছিলনা তার। জনপ্রিয় নায়ক শাকিব খান নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। হঠাৎ টিভি পর্দায় বুবলীকে সংবাদ পড়তে দেখেন তিনি। এরপর বুবলীকে নিজের ছবির নায়িকা হবার প্রস্তাব দেন। অনেক দেন দরবার শেষে রাজি হন বুবলী।

বিজ্ঞাপন

এরপরের কথা তো সবার জানা। এক সঙ্গে দু’টো ছবিতে শাকিবের নায়িকা বনে গেলেন নবাগত বুবলী। ঈদুল আযহায় এগুলো মুক্তি পাবে। রাজু চৌধুরী পরিচালিত 'শুটার' এরই মধ্যে হল বুকিং এর দৌড়ে এগিয়ে রয়েছে। অপরদিকে শামীম আহমেদ রনি পরিচালিত 'বসগিরি'তে শাকিব-বুবলীর গান অনলাইনে প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে। ঈদে চলচ্চিত্র মুক্তি যেকোন শিল্পীর স্বপ্ন থাকে। আর প্রথমবার অভিনয়ে এসেই এক ঈদে দু’টো ছবি মুক্তি পাওয়াটা ভাগ্যের ব্যাপার।

বুবলী জানান, চলচ্চিত্রে কাজ করতে এসে এতটা সাড়া পাবেন তা ভাবতেও পারেননি। এ জন্য ভাগ্যবান ভাবেন নিজেকে। আশা করেন, দু’টো ছবিই দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

এদিকে শাকিব-বুবলী জুটির দু’টো ছবির পাশাপাশি বাপ্পি-ববির 'এক রাস্তা'-ওয়ান ওয়ে এবং পরী মণি অভিনীত 'রক্ত' মুক্তি পাবে। ববি ও পরী মণি দু’জনেই পরীক্ষিত নায়িকা। তাদের অর্ধ-ডজনের বেশি ছবি দর্শক দেখেছেন। তাই বুবলীর সঙ্গে ববি-পরীর লড়াই কেমন জমে ওঠে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।      

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |